ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফের মঙ্গলবার থেকে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

 

একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আগামীকাল মঙ্গলবার (১০জুলাই) থেকে আবারো আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। 

এর আগে তিন দফায় সুযোগ দেওয়ার পরও যারা কোথাও ভর্তির সুযোগ পাননি তারাই এবার আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জিয়াউল হক বলেন, তিন দফায় আবেদন করেও যারা কোনো কলেজে ভর্তি হতে পারেনি তাদের কথা চিন্তা করেই আবার তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।

তিনি জানান, এর আগে যেসব শিক্ষার্থী তার পছন্দের কলেজ বা মাদ্রাসার আসন সংখ্যার বিপরীতে নিজের মেধাক্রম বিবেচনা ছাড়া আবেদন করেছে তারাই বঞ্চিত হয়েছে।  

তাই তিনি ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, এখন যে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে, এ ক্ষেত্রেও শিক্ষার্থীদের উচিত হবে নিজের মেধাতালিকা অনুযায়ী কলেজের পছন্দক্রম দেওয়া। মেধাক্রম বেশি পেছনে হলে আর কলেজে আসন কম থাকলে আবেদন না করাই শ্রেয়।

উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্তত পৌনে ৩ লাখ শিক্ষার্থী ভর্তির আওতায় আসেনি। এবার শুধু এসএসসি ও দাখিল পরীক্ষায় পাস করেছে ১৪ লাখ ৯৩ হাজার ১৮৭ জন।

এসব শিক্ষার্থীদের মধ্যে ১১ লাখ ৩২ হাজার ৫২৫ জন ভর্তি নিশ্চিত করেছেন। তিন দফায় আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থী আছেন ২৮ হাজারের বেশি। এসব শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া অনেকে আছেন বলেও জানান তারা।

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি